অবরোধেও বার্ষিক পরীক্ষা-মূল্যায়নে ‘আপত্তি’ নেই অভিভাবকদের

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের মধ্যেও দেশের সব সরকারি স্কুলে রুটিন মেনে নেওয়া হচ্ছে বার্ষিক পরীক্ষা। চলছে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়নও। তবে সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে কিছুটা ভিন্নচিত্র দেখা গিয়েছিল বেসরকারি স্কুলে। তারা শুক্র ও শনিবার ছুটির দিনে শিক্ষার্থীদের মূল্যায়নের সুযোগ দিয়েছিল। কিন্তু অবরোধ কর্মসূচি থাকলেও বেসরকারি স্কুলে রুটিন মেনেই অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষা।

স্কুলের প্রধান শিক্ষক-অধ্যক্ষরা বলছেন, রাজনৈতিক কর্মসূচিতে কিছুটা ‘উত্তাপ’ থাকলেও পথে যাতায়াতের ক্ষেত্রে এখনো তেমন নিরাপত্তা শঙ্কা দেখছেন না তারা। নিরাপদেই শিক্ষার্থীরা স্কুলে এসে পরীক্ষা দিচ্ছে। সেজন্য পূর্বঘোষিত রুটিন মেনেই বার্ষিক পরীক্ষা ও সামষ্টিক মূল্যায়ন চালিয়ে নেওয়া হচ্ছে। জাতীয় সংসদ ঘিরে নির্বাচনী তৎপরতা বাড়ার আগেই পরীক্ষা শেষ করতে চান তারা। দ্রুত পরীক্ষা শেষ করতে তাড়া দিচ্ছেন অভিভাবকরাও।

বিজ্ঞাপন

নিরাপত্তা নিয়ে শঙ্কা না কাটলেও অভিভাবকরা দ্রুত পরীক্ষা হয়ে যাওয়ার পক্ষে। ফলে অভিভাবকদের অনেকে বলছেন, অবরোধেও পরীক্ষা নেওয়া নিয়ে তাদের আপত্তি নেই। নির্বাচনের তৎপরতা বেড়ে যাওয়ার আগেই পরীক্ষা শেষ করাটাই ভালো। তবে পরীক্ষার মৌসুমে বিরোধী রাজনৈতিক দলগুলোর টানা অবরোধ কর্মসূচিতেও ক্ষুব্ধ অভিভাবকরা।